একুশে মিডিয়া, কেশবপুর (যশোর) প্রতিনিধি:>>>
কেশবপুর উপজেলার একমাত্র সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজন নদী ও খাল খনন। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক-এর ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে নদী ও খাল খনন কাজ শুরু হয়েছে।
উক্ত খনন কাজ সঠিকভাবে হচ্ছে কি-না সে ব্যাপারে তিনি উপজেলার মঙ্গলকোট, গৌরীঘোনা ও কাশিমপুরে নদী এবং পাথরা ও বুড়িলিয়া খাল খনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক উপস্থিত এলাকাবাসির সাথে কথা বলেন।
এসময় এলাকাবাসি জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খনন কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী শিক্ষা অফিসার সাঈদুল ইসলাম সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment