রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
নেপালে অনুষ্ঠিতব্য ১ম জাতীয় রোভার মুটে (First National Rover Moot-2019, NEPAL) অংশ নিচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের ছেলে মিশন আলী। মিশন আলী যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। খুলনা বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে সে অংশ নিবে।
মিশন জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মোঃ লুৎফর রহমানের একমাত্র ছেলে। আগামী ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক এ রোভার মুট অনুষ্ঠিত হবে। সে আগামি ২৯ মে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালেল উদ্দেশ্যে রওনা হবে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে এই প্রথম আন্তর্জাতিক কোন ইভেন্টে অংশ নিতে যাচ্ছে সে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment