মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ, বিড়ি ধুমপানে অভ্যস্ত, খরচ বাড়িয়ে বিড়ি ধুমপান হতে বিরত রেখে সিগারেট ধুমপানে উৎসাহিত করার প্রতিবাদে বিড়ি ভোক্তা সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
শনিবার বিকালে ভোলার বাংলা বাজারে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করে বিড়ি ভোক্তা পক্ষ নামের একটি সংগঠন। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। ধূমপান বন্ধের নামে শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনভাবেই হতে দিব না। বিড়ি বন্ধের আগে সিগারেটকে বন্ধ করতে হবে। বিড়ির উপর ষড়যন্ত্রমূলকভাবে আরোপিত সকল শুল্ক প্রত্যাহার করতে হবে। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষ এর সভাপতি মো:আব্দুস ছাত্তার মিয়া,সাধারন সম্পাদক মো:দুলাল,সদস্য জাকির হোসেন, জোটন,বেল্লাল রাকিব,মোবারোক প্রমুখ।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment