মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি-ঢাকা:>>>
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুভ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলা সদর আমীরপুর গ্রামের জাবগাড়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।
সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ নিশ্চিত করেছেন। মৃত শুভ জালালপুর গ্রামের মৃত আলমগীরের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, কয়েকদিন আগে আমীরপুর গ্রামের ৩/৪ জন মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শুভকে মেরে ফেলার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান জানান, বুধবার দুপুরে শুভর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে সূরাতহাল প্রক্রিয়া শেষ করেছে। পরে মরদেহ ময়নাদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে। উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান আরও জানান, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল।
মৃত ব্যক্তির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পূর্বে আঘাতজনিত হাতে সেলাই করা ও ব্যান্ডেজ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment