উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:>>>
নড়াইলে বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বুধবার (৮ মে) সকালে রেড ক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিটের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শহরের চৌরাস্তায় অবস্থিত নিজস্ব কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা প্রমূখ।
এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্ট সম্পর্কে নানাবিধ বিষয়ে আলোচনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment