জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের শার্শায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশী গোলাম রব্বানী(৩৫)কে পিটিয়ে জখম করেছে।
সোমবার (২০শে মে)বিকালে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে পূর্ব মহল্লায় ঘটনাটি ঘটে। আহত গোলাম রব্বানী শার্শা থানাধীন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। সে এ ঘটনায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বজলে ডাকাতের ছেলে সাইদকে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল প্রতিবেশী গোলাম রব্বানী। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বিকালে মাদক ব্যবসায়ী সাইদ তার সঙ্গীদের সাথে নিয়ে প্রতিবেশী গোলাম রব্বানীকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় রাত ৮টায় শার্শা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
বিস্তারিত জানতে চাইলে শার্শা থানার এস আই আবুল হাসান জানান, বাদীর দাখিলকৃত এজাহার মোতাবেক মাদক ব্যবসায়ী সাইদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে পারি নাই। তার ব্যবহারিত মটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে ৷অভিযান অব্যাহত রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment