সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক-২ । একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 28 May 2019

সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক-২ । একুশে মিডিয়া


সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুইজনকে অস্ত্র ও রাউন্ড গুলিসহ সদর উপজেলার সায়দাবাদ থেকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সায়দাবাদ ইউনিয়নের সারুটিয়া মাদ্রাসা মোড় থেকে একটি ওয়ান শাটার গান ও ২ রাউন্ড গুলিসহ জাকারিয়া হোসেন জাক্কু (৩৮) এবং রাশেদুল ইসলাম সেতু (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
আটককৃত জাকারিয়া হোসেন জাক্কু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও রাশেদুল ইসলাম সেতু একই এলাকার কান্দাপাড়া গ্রামের মৃত জুয়েল রানার ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ ইউনিয়নের সারুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শাটার গান ও ২ রাউন্ড গুলিসহ জাক্কু এবং সেতুকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জাক্কুর নামে ৭টি ও সেতুর নামে ৯টি অস্ত্র, মাদক, বিস্ফোরণ ও ডাকাতির মামলা আছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages