কুমিল্লার কৃতি সন্তান আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচিত মেয়র কে মন্ত্রীর মর্যাদা দিয়েছেন সরকার।
মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে মর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশের ১২ টি সিটি করপোরেশন রয়েছে, ঢাকা সিটি করপোরেশন এর মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে ডিএনসিসির মেয়র নির্বাচনে জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃআতিকুল ইসলাম।মেয়র আনিসুল হককেও মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
উল্লেখ্য আতিকুল ইসলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার লালপুর গ্রামের কৃতি সন্তান।
এদিকে আতিকুল ইসলাম এর মন্ত্রী মর্যাদার সংবাদ শুনে কুমিল্লার আওয়ামী লীগ সমর্থিত নেতৃবৃন্দের মধ্যে এক আনন্দগন পরিবেশ দেখা দিয়েছে, সামাজিক যোগাযোগ ফেইসবুকে কুমিল্লার অনেকেই আতিকুল ইসলাম কে অভিনন্দন জানিয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment