এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় মসজিদ পরিচালনা নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা-ভাংচুর, পেট্রোল: কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদ পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা-ভাংচুর চালিয়ে নগদ ১০ লাখ টাকা লুটে নেয়াসহ অন্তত বিশ লাখ টাকা মূল্যের মালামালের ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন।
উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে শনিবার (২৫ মে) দিবাগত রাতে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।রোববার দুপুরে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অহিদুর রহমান টিপু বাদি হয়ে কবরুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহিম, মো. মামুন, মৃত হানিফ মাস্টারের ছেলে খালেদ বিন হানিফ, মীর হোসেনের ছেলে মানিক মিয়া ও আবদুল মান্নানের ছেলে মো. হোসাইনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন পরিদর্শন ও থানায় দায়েরকৃত ব্যবসায়ী অহিদুর রহমান টিপুর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কবরুয়া জামে মসজিদ পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার খালেদ বিন হানিফের সাথে টিপুর বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কবরুয়া মসজিদের পাশে খালেদ বিন হানিফের নেতৃত্বে বিপুল সংখ্যক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিপুর পথরোধ করে। এসময় সন্ত্রাসীরা টিপুকে মারধর শেষে তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা টিপুর বাড়ির বাউন্ডারীর বৈদ্যুতিক লাইট, গেইট, সিসি ক্যামেরা, দরজা-জানালাসহ বাড়িতে ভাংচুর চালায় এবং ঘরে থাকা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।পরে সন্ত্রাসীরা কবরুয়া গ্রামে অবস্থিত ফেনীর জর্জ কোর্টের কর্মকর্তা আশিকুর রহমানের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়ে তছনছ করে। তারা পেট্রোল বোমা নিক্ষেপসহ ঘরের ভিতরে থাকা সব আসবাবপত্র ভাংচুর করায় পরিবারের সদস্যরা কোন কিছুই ব্যবহার করতে পারছে না।
পরবর্তীতে সন্ত্রাসীরা ধোড়করা বাজারস্থ টিপুর মালিকানাধীন লন্ডন ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরস্ নামক প্রতিষ্ঠানে হামলার করে ভিতরে থাকা ভিসা প্রসেসিং ও আনুসাঙ্গিক বাবদ নগদ ১০ লাখ টাকা নিয়ে যায় এবং আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ব্যবসায়ী বাদি হয়ে সন্ত্রাসী আবদুর রহিম, মামুন, হানিফ, মানিক মিয়া ও হোসাইনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘মসজিদের ইমাম নিয়ে উভয় পক্ষের হামলা-ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি দুইটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিব।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment