একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ভূমির মূল্য বাবদ চেক হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের নির্দেশনাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ শাখা) আমিরুল কায়সারের তত্বাবধানে রবিবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভূমি মালিকদের নিকট এ চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা মো. কায়সার খসরু ও গন্ডামারা ইউপি সদস্য নুরুল হাকিম, ইউপি সদস্যা শামীমা জান্নাত, সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলম প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক মাস ধরে পর্যায়ক্রমে এ পর্যন্ত ৪২ জনকে ২ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৬শত ৮৬ টাকার চেক প্রদান করা হয়। অধিগ্রহণকৃত প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ৮ কোটি ৭৯ লক্ষ ৬ হাজার ৮২ হাজার টাকা প্রদান করা হবে। তবে ভূমি সংক্রান্ত কাগজপত্রের জটিলতা থাকায় এখনো পর্যন্ত অনেক ভূমি মালিক তালিকাভুক্তি হয়নি।
বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের জন্য গন্ডামারা ব্রীজ হতে সংযোগ সড়কের জন্য ২.৫২ কিলোমিটার সড়কের ১৩.৫৭৭২ একর জমি অধিগ্রহণের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, অধিগ্রহণকৃত জমির মালিকরা কোন রকম হয়রানি ছাড়াই টাকার পাওয়ার জন্য তাদের স্ব স্ব একাউন্ট ব্যবহার করে প্রাপ্য টাকার চেক প্রদান করা হয়েছে।
ভূমি মালিকরা মৌজার রেটের তুলনায় ৩ গুণ টাকা ভূমির মূল্য হিসেবে পেয়েছেন। অধিগ্রহণকৃত ভূমির মালিক আমেনা বেগম ১৭ লক্ষ ৯৩ হাজার টাকা, ৪ লক্ষ ৮৩ হাজার টাকা, নুরুল আলম সিকদার ১১ লক্ষ ৭২ হাজার ৩২১ টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়াও চেক গ্রহণকালে অধিগ্রহণকৃত অন্যান্য ভূমি মালিকরা জানান, কোন রকম হয়রানি ছাড়াই চেক হস্তান্তর হয়েছে। এজন্য আমরা সরকারের নিকট কৃতজ্ঞ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment