ধানের দাম কমানোর প্রতিবাদে ভোলায় কৃষক দলের মানববন্ধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 May 2019

ধানের দাম কমানোর প্রতিবাদে ভোলায় কৃষক দলের মানববন্ধন। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলায় ধানের দাম কমানোর প্রতিবাদে ও কৃষকদের ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভোলা জেলা কৃষক দল।
শনিবার (২৬ মে) দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মাহামুদুর রহমানের স্মাকলিপি পেশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন উর রশীদ ট্রুম্যান, যুগ্ম-সম্পাদক হুমাযুন কবীর সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাইসুল আলম, যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, ভোলা জেলা কৃষক দলের আহবায়ক আবদুর রহমান সেন্টু, সদস্য সচিব মো: আবুল হাসনাত তসলিম, যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ কবির হোসেন,ছাত্রদলের সাবক সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ সহ আরো অনেকে।
তারা বলেন, অনেক কৃষকের ঋণের দায়ে পাগলপ্রায়। বীজ, সার, শ্রমিকের খরচ, সেচ, কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার ব্যয় মিটিয়ে ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষক। সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা প্রদান করলেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। 
বাকী টাকা যাচ্ছে সরকারের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছে। কৃষকদের রক্ষা করতে না পারলে দেশে দুর্যোগ নেমে আসবে। তারা উৎপাদন বন্ধ করে দিলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে, ১৭ কোটি মানুষ না খেয়ে মরবে।
আমরা সরকারের কাছে অবিলম্বে ন্যায্য মূল্যে দিয়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানাচ্ছিন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages