এম এ হাসান, কুমিল্লাঃ:>>>
কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপের হাতে নিহত হয় হয়েছে আজমাইন আদিল নামের এক ছাত্র। নগরীর মোগলটুলী কর্ণফুলী পেপার হাউজের সামনে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কোতয়ালী থানা পুকুরের কাছে মোটরসাইকেল চালনোর সময় গায়ে লাগাকে কেন্দ্র করে আদিলের সাথে অনিক নামে এক ছেলের ঝগড়া সৃষ্টি হয়।এর পর দলবদ্ধ হয়ে আদিলকে কোপায় তারা এবং এই খুনের ঘটনা ঘটে।
কুমিল্লা নগরীতে কিশোর গ্রুপদের বেপরোয়া ভাব এখনো কমেনি।প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কুমিল্লার জনপদ।
এবার প্রাণ গেল আদিল (১৭) নামের এক কিশোরের। রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে।পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয়। নিহত আদিল কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নগরীতে বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাং গ্রুপ “ঈগল” গ্রুপের কিশোররা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজের ইর্মাজেন্সি সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, কিশোরটি মারা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করলে এ খুনের আসল কারন জানা যাবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment