কুমিল্লা লাকসামে জামাই শশুর ফুডসে ভ্রাম্যমান আদালতের ২লক্ষ টাকা জরিমানা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 16 May 2019

কুমিল্লা লাকসামে জামাই শশুর ফুডসে ভ্রাম্যমান আদালতের ২লক্ষ টাকা জরিমানা। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
কু‌মিল্লার লাকসাম উপ‌জেলার উত্তর কাদ্রা এলাকায় কু‌মিল্লার র‍্যাব-১১ সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গের এক যৌথ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।
১৬ মে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে টানা বিকাল ৩ টা পর্যন্ত এই অভিযান চলে।উক্ত অভিযানে কুমিল্লা র‍্যাব-১১ নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তি তে মের্সাস আবদুল্লাহ ফুডস প্রকাশ জামাই শশুর ফুডস নামের সেমাই, চিপস,চানাচুর সহ বিভিন্ন প্রডাক্ট সরেজমিনে দেখেন অভিযান পরিচালনা টিম।
অভিযানে অনু‌মোদনহীন চিপস ও চানাচুর তৈ‌রি এবং বি‌ভিন্ন ব্রান্ড না‌মে (‌যেমন প্রা‌ণের জি‌রো চিপস, ভুতু চিপস, হট‌ চানাচুর এ সকল না‌মের বিপুল প‌রিমাণ মোড়‌কের চাক জব্দ করা হয়) তা বাজারজাতকরণ একই সা‌থে অস্বাস্থ্যকর ও নোংরা প‌রি‌বে‌শে সেমাই তৈ‌রি এবং প্র‌সিদ্ধ ব্রান্ড না‌মে (যেমন বনফু‌লের লাচ্ছা সেমাই এ না‌মের বিপুল প‌রিমাণ মোড়ক জব্দ করা হয়) তা বাজারজাতকরণ এবং বিপুল প‌রিমাণ মেয়াদ উত্তীর্ণ  শিশু খাদ্য সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে প্র‌তিষ্ঠান‌টিকে ভোক্তা‌ অ‌ধিকার সংরক্ষণ আই‌নে ২,০০,০০০ (দু্ই লক্ষ) টাকা জ‌রিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক ব্যবস্থায় এ‌ জ‌রিমানা ক‌রেন।এই অভিযান সম্পর্কে জানতে স্থানীয় কুমিল্লা র‍্যাব-১১ সিসিপি-২ কোম্পানি কমান্ডার ও উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর  প্রণব কুমার এর সাথে আলাপকালে তিনি তথ্য টি নিশ্চিত করেন এবং তিনি  বলেন এ জনস্বার্থে  এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages