এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:>>>
যশোরের কেশবপুরের মৎস্য ঘেরের পাড়ের সরকারী রাস্তা সংরক্ষণ, মুরগীর বিষ্ঠা মাছের খাদ্য হিসাবে ব্যবহার না করা, সরকারী খাল ছেড়ে দিয়ে মৎস্যচাষ করা-সহ বিভিন্ন বিষয়ে উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মহসীন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সহ-সভাপতি সাংবাদিক আজিজুর রহমান, কামরুল বিশ্বাস, সেলিমুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম বুলু, কোষাধ্যক্ষ কেরামত গাজী, সুলতান হোসেন, শংকর পাল, আলতাফ হোসেন প্রমুখ।
সভায় নীতিমালা অনুযায়ী চাষকৃত মৎস্য চাষীদের ঘেরের বৈদ্যুতিক মিটার পুনঃসংযোগ-সহ তাদের মৎস্য ঘেরে পানি উঠানোর অনুমতি প্রদানের জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment