একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাশঁখালী উপজেলার নাপোড়ায় পিকআপের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু ঘটেছে। বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনায় নিহত ভ্যান চালক শাহাদাত হোসেন (২৮) আবুল খায়ের টোবাকো কোম্পানী লি: এর অধীনে নাপোড়া শাখায় মেসার্স সুমি ষ্টোরের মালামাল পরিবহন করতো বলে জানা যায়।
আবুল খায়ের টোবাকো কোম্পানী লিঃ এর ব্যবসায়ী রানা কুমার দেব জানান, প্রতিদিনের ন্যায় সকাল বেলা শাহাদাত হোসেন মালামাল ভর্তি ভ্যান গাড়ি নিয়ে পুইছড়ি ইউনিয়নের বশির বর বাড়ি এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (চট্টমেট্টো-ছ-১১-৪১০০) তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত শাহাদাত হোসেনকে বাশঁখালী হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হলে তার লাশ পুনরায় বাশঁখালী হাসপাতালে নিয়ে আসা হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment