একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হল, সদর উপজেলার কাশিপুর গ্রামের হাফিজ মন্ডলের ছেলে মোজাম্মেল মন্ডল (৬০), একই উপজেলার সাধুহাটি গ্রামের মোশাররফ আলীর ছেলে মোটর সাইকেল চালক হোসেন আলী (২০)।
বুধবার দুপুরের দিকে এ ঘটনা দুটি ঘটে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, সকাল ১১ টার দিকে ঝিনাইদহ শহর থেকে নসিমন যোগে বাড়ি ফিরছিল বৃদ্ধ মোজাম্মেল মন্ডল।পথিমধ্যে চুলকানি বাজার এলাকায় পৌছালে নসিমনের চাকা ভেঙ্গে উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে মোজাম্মেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, দুপুর দেড়টার দিকে হরিনাকুন্ডু উপজেলা শহর থেকে সদর উপজেলার সাধূহাটি গ্রামে মোটর সাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিল হোসেন আলী।
পথিমধ্যে ধর্ম বিি৬তলা নামক স্থানে এসে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলার ও গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment