এবিএস রনি, যশোর প্রতিনিধি:>>>
যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। সে সাতমাইল বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে ও সাতমাইল আব্দুল বারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই ইমরান বলেন, সোমবার সকালে ইমতিয়াজ সাতমাইল বাজারের পাশের থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় যশোর থেকে ঝিনাইদহমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের
জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা তাকে মৃত ঘোষণা করে।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান,হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment