একুশে মিডিয়া, ভোলা প্রতিনিধি:>>>
ভোলায় সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশন (বিএমএফ) এর উদ্দ্যগে পবিএ মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি বয়স্কদের কোরআন শিক্ষা সহ ধর্মিয় সকল কিছু শিক্ষার ব্যাবস্থা ও অসহয়, অবহেলিত , প্রতিববন্ধিদের ইফতারের ব্যাবস্থা করেন সংগঠনটি এবং প্রতি বছরের মত এবার ও পবিএ ঈদউল ফেতর উপলক্ষে মেঘনা নদীর পারে বসবাস রত ও নদীর মাজের চর এর এতিম,অসহয়, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধিদের ঈদউপহার দেওয়ার কার্যক্রম চলছে।
বিএমএফ এর পরিচালক মোঃ ইব্রাহীম সোহেল বলেন আমরা আমাদের নিজেদের অর্থ থেকে ঈদউৎসব সহ ভিবন্ন সময়ে অসহয়, প্রতিবন্ধী, মেঘনা নদীর পারে বসবাসরত সুবিধা বঞ্চিত, সহযোগীতা করি
এবংইফতার বিতরন, বয়স্কদের কোরআন শিক্ষা সহ ঈদউপহার বিতরন করি তারি ধারাবাহিকতায় কার্যক্রম গুলো এবার ও চলছে
আমাদের সাথে যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান সহযোগীতা করেন তাহলে হয়তো আমাদের সকলের পাশাপাশি এইসব অসহয় মানুষগুলো ঈদে নতুন পোশাক পরতে পারবে।
সহযোগীতার জন্য বিকাশ নাম্বার 01911129861।
হয়তো আপনার এই সহযোগীতার মাধ্যমে একজন সুবিধা বঞ্চিতব্যাক্তি পাবে ঈদে একটি নতুন পোশাক।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment