এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা সহ দুই যুবক কে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায় যে কর্তব্যরত এসআই আরিফ হোসেন, এসআই মিলন হোসেন, এএসআই মোঃ ইয়াছিন, এএসআই কৃষ্ণ লাল রায় ও এএসআই মোঃ সারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টিম বৃহস্পতিবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামস্থ সোলেমানের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুই যুবক কের নিজস্ব হেফাজতে রাখা ১ হাজার পিস ইয়াবা সহ তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃত আসামিরা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের শফিকুর রহমানের ছেলে শাহাদাত হোসেন রায়হান (২৬) ও লাকসাম উপজেলার উত্তর পশ্চিমগাঁও গ্রামের শফিকুর রহমানের ছেলে রফিকুল ইসলাম(২৭)।
আটককৃত আসামী দের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্মকর্তা এসআই আরিফ হোসেন বলেন, চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে, তারই অংশ বিশেষ হিসেবে এই দুই যুবক প্রতি জনের নিকট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করে থানায় আটক করা হয়।
(১৪ জুন) শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment