আল আমিন মুন্সী:>>>
নরসিংদীর পলাশে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে শিহাব উদ্দিনের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি আক্তার (১২) নামে ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়।
নিহত বৃষ্টি আক্তার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলা পাড়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে বৃষ্টির বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে বেড়াতে যায়।
সেখানে থাকা অবস্থায়ই মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে পা পিসলে পড়ে গেলে এলাকাবাসী দেখে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment