হাফিজুর রহমান, চলনবিল প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ে হ্যাঁলো ডক্টরস বিডির প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ঘটিকায় পূর্বদেলুয়া স্কুল হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন হ্যাঁলো ডক্টরস বিডির রিজিওনাল ম্যানেজার (আর.এম) মারুফ আল-আমিন (সিরাজগঞ্জ)।
এসময় হ্যাঁলো ডক্টরস বিডির এরিয়া ম্যানেজার (এ.এম) - নিয়াজ মোর্শেদ, উল্লাপাড়া। জাকির হোসেন, তাড়াশ। ইমামুল এনাম, ইমরুল কায়েস সহ উল্লাপাড়া উপজেলার সকল প্রোগ্রাম অর্গানাইজার (পি.ও) উপস্থিত ছিলেন।
এসময় মারুফ আল-আমিন (আর.এম) হ্যাঁলো ডক্টরস বিডি'র বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনায় বলেন- হ্যাঁলো ডক্টরস বিডি একটি অনলাইন স্বাস্থ্য সেবায় বৃহত্তম। বর্তমানে রবি ও এয়ারটেল গ্রাহকগন হ্যাঁলো ডক্টরস বিডি'র সেবা নিতে পারবে। এবং আগামী ৩-৪ মাসের মধ্যে সকল মোবাইল অপারেটর থেকেই সেবা নেয়া যাবে বলে ধারনা করা যাচ্ছে। হ্যাঁলো ডক্টরস বিডি সারা বাংলাদেশে ৬+ সেবা দিতে প্রস্তুত রয়েছে।
এসময় হ্যাঁলো ডক্টরস বিডির এরিয়া ম্যানেজার (এ.এম) - নিয়াজ মোর্শেদ, উল্লাপাড়া। জাকির হোসেন, তাড়াশ। ইমামুল এনাম, ইমরুল কায়েস সহ উল্লাপাড়া উপজেলার সকল প্রোগ্রাম অর্গানাইজার (পি.ও) উপস্থিত ছিলেন।
এসময় মারুফ আল-আমিন (আর.এম) হ্যাঁলো ডক্টরস বিডি'র বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনায় বলেন- হ্যাঁলো ডক্টরস বিডি একটি অনলাইন স্বাস্থ্য সেবায় বৃহত্তম। বর্তমানে রবি ও এয়ারটেল গ্রাহকগন হ্যাঁলো ডক্টরস বিডি'র সেবা নিতে পারবে। এবং আগামী ৩-৪ মাসের মধ্যে সকল মোবাইল অপারেটর থেকেই সেবা নেয়া যাবে বলে ধারনা করা যাচ্ছে। হ্যাঁলো ডক্টরস বিডি সারা বাংলাদেশে ৬+ সেবা দিতে প্রস্তুত রয়েছে।
একুশে মিডিয়া /এমএ
No comments:
Post a Comment