ঢাকা দোহারে সুবর্ণা রানী হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 June 2019

ঢাকা দোহারে সুবর্ণা রানী হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকা দোহারে সুবর্ণা রানী মন্ডল (২২) হত্যাকারি স্বামীর মেঝো বোনের জামাতা অঞ্জন মন্ডলের ফাঁসির দাবিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্বজনসহ শিক্ষার্থীরা।
উপজেলার মুকসুদপুরের ফুলতলা সরকারি পদ্মা কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে স্থানীয়রা। সুবর্ণা মুকসুদপুরের গোরাবন এলাকার মৃত রতন মন্ডলের মেয়ে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুবর্ণা রানী মন্ডলের হত্যাকারি অঞ্জন মন্ডলের ফাঁসির দাবিতে উপজেলার ফুলতলা সরকারি পদ্মা কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজনসহ স্থানীয়রা।
মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে ফুলতলা বাজার পথক্ষিন করে শেষ হয়। উল্যেখ যে, বিগত ১৮ মাস আগে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুল এলাকার মৃত অনিল মন্ডলের ছেলে হৃদয় মন্ডলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের তিনমাস পর স্বামী হৃদয় মন্ডল বিদেশ যাওয়ার পর হৃদয়ের মেঝো বোনের স্বামী অঞ্জন মন্ডল সুবর্ণাকে কুপুস্তাব দিত এবং বেশ কয়েকবার তাকে জোড়করে ধর্ষণের চেষ্টা করে।
সুবর্ণা বিষয়টি স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজনদের জানালে তারা উল্টো সুবর্ণাকে গালিগালাজ করে। অবশেষে গত বৃহস্পতিবার শ্বশুড়বাড়িতে নিজের গলায় ওড়না পেচিয়ে ঘরে আড়ার সাথে ঝুলে আত্মাহত্যা করে সুবর্ণা রানী মন্ডল।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages