আটোয়ারীতে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে র‍্যালী ও কর্মশালা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 June 2019

আটোয়ারীতে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে র‍্যালী ও কর্মশালা। একুশে মিডিয়া


নিতিশ চন্দ্র বর্মন নিরব পঞ্চগড় প্রতিনিধি:>>>
“ বেশী বেশী লিকার চা পানে ক্যান্সার হৃদরোগ হার মানে” “ উত্তরবঙ্গে চা চাষ এগিয়ে আসুন জাতীয় অর্থনীতিতে অবদান রাখুন” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসরণের লক্ষ্যে র‍্যালী ও দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নর্দান বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন আটোয়ারীর পৃষ্ঠপোষকতায় ১৭ জুন সোমবার র‍্যালী ও দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম পর্বে ব্যানার ফেস্টুন সহ একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। কর্মশালায় স্বাগত বক্তব্য ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ শামীম আল মামুন।
উপজেলার চা চাষীদের বহুমুখী সমস্যার কথা তুলে ধরে এবং সমস্যা সমাধানের প্রস্তাব রেখে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
কর্মশালায় সরকারি- বে সরকারি দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, ব্যবসায়ী, মসজিদের ইমাম, ক্ষুদ্র চা চাষী, চা কারখানার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages