বাঁশখালীতে কুখ্যাত সন্ত্রাসী একাধীক মামলা’র পলাতক আসামী ‘ডাকাত কুদ্দুস’ গ্রেপ্তার। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 June 2019

বাঁশখালীতে কুখ্যাত সন্ত্রাসী একাধীক মামলা’র পলাতক আসামী ‘ডাকাত কুদ্দুস’ গ্রেপ্তার। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
দক্ষিণ চট্টগ্রামের পুলিশের তালিকাভূক্ত কুখ্যাত সন্ত্রাসী এবং বাঁশখালী থানার অস্ত্র-আইন, ডাকাতি, সরকারী কাজে বাধা, লুট তরাজ মামলাসহ প্রায় ডজন মামলার পলাতক আসামী আব্দুল কুদ্দুস (৩৯) প্রকাশ ডাকাত কুদ্দুসকে বাঁশখালী থানা পুলিশ গ্রেপ্তার করেন।
থানা পুলিশ সূত্র জানা যায়, গত ৭ জুন শুক্রবার গভীর রাত্রে  গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইলশা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল কুদ্দুস (৩৯) ওরফে ডাকাত কুদ্দুস্যাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ডাকাতি, মালামা ললুট, ছিনতাই, দেশি-বিদেশি অস্ত্রক্রয়-বিক্রয় ও ব্যবহার, সরকারী কাজে বাধা দেয়াসহ প্রায় ডজন মামলা রয়েছে।
গত ৫ জানুয়ারী/২০১৮ তারিখতার বেডরুম থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করেন বাঁশখালী থানা পুলিশ এবং সে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানু পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে কুদ্দুস ও তার ভাই আব্দুল হাশেমকে আসামী করে মামলা রুজু করেন।
এলাকায় ত্রাসেররাজত্ব সৃষ্টিকরা এই কুদ্দুসকে গ্রেফতারের সংবাদে স্বস্তিফিরেছে বাঁশখালীবাসীর।
প্রসঙ্গতঃ তার আরো ৩ ভাইডাকাত দলের সক্রিয় সদস্য এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী সবাই ১. আব্দুলমাবুদ (৪৮), ২. আব্দুল হাশেম (৩৫) ও ৩. আব্দুল মোমেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়,  কুদ্দুসকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ এবং তার বাকী ৩ ভাইকে গ্রেফতার করলে অস্ত্রের কারখানা সহ আরো অনেক চাঞ্চল্যকর তথ্যের সন্ধান মিলতে পারে। তাকে রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধার করা এবংএই কুখ্যাত ৪ আসামীকে বিচারের মুখোমুখি করার দাবিস্থানীয়দের।




একুশে মিডিয়া/এসএমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages