রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। ঝিনাইদহ-খুলনামহসড়কের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (১৬ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করে।
তবে তিনি নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, রাস্তার পাশে ট্রাকটি উল্টে যায়। এসময় চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment