ঢাকার দোহারে নতুন ভোটার তালিকা শুরু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 June 2019

ঢাকার দোহারে নতুন ভোটার তালিকা শুরু। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে নতুন ভোটারদের তালিকা শুরু হয়েছে। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে উপস্থিত নতুন ভোটারদের তালিকা করা হয়।
মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম, এ হান্নান খান দীর্ঘক্ষণ উপস্থিত থেকে খোঁজ খবর নেন সঠিক ভাবে ভোটারদের সেবা প্রদান করা কিনা।
শনিবার সকাল থেকে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ১ থেকে ৫ ওয়ার্ডের বাদ যাওয়া ভোটারদের নতুন করে ভোটার তালিকা শুরু হয় মধুরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়রের কক্ষে।
মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম,এ হান্নান খান সকাল থেকে দুপুর পর্যন্ত উপস্থিত সকল ভোটারদের সেবা প্রদানে ব্যস্ত ছিলেন।
বিনা খরচে স্থানীয়রা ভোটার হতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম,এ হান্নান খানকে পুনঃরায় চেয়ারম্যান হিসাবে তারা পেতে চান।
অধ্যাপক এম,এ হান্নান খান বলেন, আমি জনগণের সেবক তাই নিজে উপস্থিত থেকে খোঁজ খবর নিচ্ছি যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না পরে।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages