এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লায় গভীর রাতে বিজিবির সাথে কথিত বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়( রবিবার) ১৬ ই জুন কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকায় রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটে।কুমিল্লা ১০ বিজিবির সূত্রে জানা যায়, বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ওই মাদক ব্যবসায়ী আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নিহতের বিষয় টি মুঠোফোনে আলাপকালে নিশ্চিত করেন কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
উল্লেখ্য হটাৎ ই সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়টি ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment