এস আর সাঈদ, কশেবপুর (যশোর) থকেে:>>>
কশেবপুর উপজলো প্রশাসনরে আয়োজনে ও উপজলো ক্রীড়া সংস্থার সহযোগতিায় বুধবার বকিালে প্রমলিা ইউএনও কাপ ফুটবল র্টুনামন্টেরে উদ্বোধন করা হয়ছে।
উপজলো লডেসি ক্লাবরে সভাপতি শাহনাজ সুলতানার সভাপতত্বিে স্থানীয় পাবলকি ময়দানে প্রধান অতথিি হসিাবে র্টুনামন্টেরে উদ্বোধন করনে উপজলো চয়োরম্যান মুক্তযিোদ্ধা আলহাজ্ব কাজী রফকিুল ইসলাম।
বিশেষ অতথি হসিাবে উপস্থতি ছলিনে উপজলো নর্বিাহী অফসিার মোঃ মজিানূর রহমান, উপজলো সহকারী কমশিনার (ভূম) মোঃ এনামুল হক, যশোর জলো পরষিদরে সদস্য আলহাজ্ব হাসান সাদকে, কশেবপুর উপজলো প্রসেক্লাবরে সভাপতি এস আর সাঈদ, উপজলো ভাইস চয়োরম্যান নাসমিা সাদকে, সুফলাকাটি ইউপি চয়োরম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাগরদাঁড়ি ইউপি চয়োরম্যান কাজী মুস্তাফজিুল ইসলাম মুক্ত, কশেবপুর সদর ইউপি চয়োরম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজয়িা ইউপি চয়োরম্যান শফকিুল ইসলাম মুকুল, সাতবাড়য়িা ইউপি চয়োরম্যান সামছুদ্দনি দফাদার, গৌরীঘোনা ইউপি চয়োরম্যান এস এম হাববিুর রহমান, উপজলো ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল খালকে ও সদস্য আব্দুল গফুর।
উদ্বোধনী খলোয় যশোর জলো প্রমলিা ফুটবল একাদশ ট্রাইব্রকোরে ৩-১ গোলে সাতক্ষীরা জলো প্রমলিা ফুটবল একাদশকে পরাজতি করে জয়লাভ কর।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment