আল আমিন মুন্সী:>>>
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক কৃষকের বসতঘর আগুনে ভস্মীভুত হয়েছে। শনিবার দুপুরে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ (কৃষক) কবির মিয়া জানান, দুপুরের দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শট সার্কিট বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাড়িটিতে আগুন লেগে ঘরে থাকা নগদ টাকা ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুর বারী জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
এদিকে আগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment