ফুলবাড়ীর পল্লীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বসতবাড়ি দখলের চেষ্টা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 June 2019

ফুলবাড়ীর পল্লীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বসতবাড়ি দখলের চেষ্টা। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউপির বারাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নীল মহন এর পুত্র মনা লাল এর অভিযোগে জানা যায় গত ১০ বছর আগে মনা লাল এর পিতা নীল মহন বারাই মৌজার বারাই ডাঙ্গাপাড়া গ্রামের ৩২০১ দাগে ১৩ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন।
একই গ্রামের প্রতিপক্ষ মৃত ক্ষিতিস চন্দ্র রায় এর পুত্র বাসুদেব গ্যংরা দলবদ্ধ হয়ে গত ১৬ জুন বিকেল ২টায় লাঠি সোঠা নিয়ে মনা লাল এর বাড়ি ভাংচুর করে এবং দখল করার চেষ্ঠা করে। মনা লাল এর পিতা নীল মহন ঐ জমি ফুলবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে বারাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মনমোহন এর পুত্র সনদ লিটন এর কাছ থেকে ১০ বছর আগে রেজিস্ট্রার করে নেন এবং খারিজ-খাজনা করেন।
বারাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ক্ষিতিস চন্দ্র এর পুত্র বাসুদেব, মনা লাল এর বিরুদ্ধে দিনাজপুর আদালতে ১৩ শতাংশ জমির বিরুদ্ধে মামলা করলে আদালত কাগজপত্র যাচাই অন্তে মনা লাল এর পক্ষে রায় দেন। রায় পাওয়ার পর প্রতিপক্ষ বাসুদেব ফুলবাড়ী থানায় আবার অভিযোগ করেন। সেখানেও তদন্ত সাপেক্ষে জমির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় থানা কর্তৃপক্ষ মনা লাল এর পক্ষে রায় দেন। কিন্তু প্রতিপক্ষ বাসুদেব কোনো রায় মানেন না।
উক্ত ব্যক্তি লাঠিয়াল বাহিনী দিয়ে মনা লাল এর বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। গত ১৬ জুন বারাই ডাঙ্গাপাড়া গ্রামে প্রতিপক্ষ বাসুদেব এর ওপর মনা লাল এর পরিবার এর সাথে কোনো কোন মারামারির ঘটনাই ঘটেনি।
ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয় প্রশাসনের কাছে গরীব অসহায় মনা লাল ন্যায় বিচার চেয়েছেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages