নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে পঞ্চগড় জেলায় ১ লাখ ৫২ হাজার ৮শ ৯ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ওই দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ৪৮২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লক্ষ ৩৬ হাজার ৩২৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সকল শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিন সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে জেলায় ১ হাজার ৭৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
সভায় জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু ও জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।
এর আগে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজামউদ্দিনের সভাপতিত্বে একই স্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাছান, ডা. আফরোজা বেগম রীনা, প্রেস ক্লাব সভাপতি সফিকুল আলম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু ও জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দিন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment