পঞ্চগড় জেলা প্রতিনিধি নিতিশ চন্দ্র বর্মন (নিরব):
আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ চলাকালীন ৬/ক সাব সেক্টরের বেসামরিক উপদেষ্টা চার বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল ইসলামের ২২ তম মৃত্যুবার্ষিকী রবিবার।
উত্তরবঙ্গের বাঘ হিসেবে পরিচিত তিনি ছিলেন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। তৃনমূল থেকে গড়ে উঠা প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি অংশগ্রহন করেন। বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন।
বৃহত্তর দিনাজপুর জেলার ছাত্রলীগের সভাপতি, রাজশাহী বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর সহ-সম্পাদক। ৭০ এর নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য হন। মৃত্যর আগ পর্যন্ত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
দিবসটি উপলক্ষে পারিবারিক ও দলীয়ভাবে কবর জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়ায় রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজনের বাসভবনে পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মন্ত্রী নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছিলেন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। তৃনমূল থেকে গড়ে উঠা প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি অংশগ্রহন করেন। বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন। বৃহত্তর দিনাজপুর জেলার ছাত্রলীগের সভাপতি, রাজশাহী বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর সহ-সম্পাদক ছিলেন। ৭০এর নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য হন।
এড. সিরাজুল ইসলাম রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজনের বড় ভাই। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরুপ পঞ্চগড় স্টেডিয়াম এবং পঞ্চগড় রেলস্টেশনের নাম সিরাজুল ইসলাম রাখা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment