একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুদকের মামলার হাজিরা দিতে গিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল।
এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৫ এপ্রিল মামলার হাজিরা দিতে এসেছিলেন এ শিক্ষা কর্মকর্তা। মামলার হাজিরা দিতে আসলে তাকে জেল হাজতে পাঠানো হয়। জেলে প্রেরণ করায় তাকে বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট-(২)’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে, বরখাস্ত থাকাকালীন মুশতাক আহমেদ প্রচলিত বিধি মতে খোরাকি ভাতা পাবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment