এবিএস রনি, যশোর থেকে:
যশোর সাতক্ষীরা মহা সড়কের জামতলা নামক স্থানে যাত্রী বাসের সাথে গরু বোঝায় আলম সাধুর সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত এবং আলম সাধুর চালক গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (২৯ জুন) বেলা ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে বেপরোয়া গতীতে ছেড়ে আসা সাতক্ষীরা গামী যশোর জ-১১-০১২৫ নং যাত্রীবাহী বাস জামতলা নাম স্থানে পৌছালে বালুন্ডা বাইপাস সড়ক থেকে গরু বোঝায় আলম সাধু মহা সড়কে উঠতেই বেপরোয়া বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে গরু ব্যবসায়ী ও আলম সাধু চালক গুরুতর আহত হয় এবং সামটা গ্ৰামের ইউনুস আলীর ছেলে রনি (৩২) তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে টুটুল (৩২) নামে গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃত গরু ব্যবসায়ী যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত আলম সাধু চালক শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এটিএম রফিক উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment