একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা রাজনীতি করেন, তারা মুরসির পরিণতি থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, নীতি আদর্শের রাজনীতি মানুষকে ইতিহাসে ঠাঁই দেয় বীর হিসেবে, ভোট ডাকাতি-দুর্নীতি-সন্ত্রাসী-প্ রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আঁকড়ে রাখা ক্ষমতাবাজদের ঠাঁই হবে ভয়ংকর ক্ষমতালিপ্সু হিসেবে।
তোপখানা রোডস্থ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলনায়তনে ১৮ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত ‘রাজনীতির বর্তমান : নতুন প্রজন্মের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতি-সন্ত্রাস-স্বাধীনতা বিরোধী-ধর্ম ব্যবসায়ীদেরকে রুখে দেয়া সম্ভব। আর তাই ঘুরে দাঁড়াবার কোন বিকল্প না। অন্যায় করলে তার শাস্তি যেমন পেতেই হয়; ভালো কাজ করলে তার উপহারও নিশ্চিত থাকে।
সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব রিন্টু আনাম, সিদ্দিকী হাবিবুর রহমান, সদস্য আ আ ম স আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তুরস্কর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, নতুনধারা বাংলদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার গীতিকার আহমেদ কায়সার ও কলামিস্ট আনোয়ার হোসেন সাঈদীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment