একুশে মিডিয়া, ভোলা প্রতিনিধি:>>>
ভোলায় বেসরকারি সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্দ্যগে অসহয়, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী দের মাজে ঈদ বস্রভিতরন করেন।
"দূর্নীতি কে না বলুন মানব সেবায় এগিয়ে আসুন"
এই স্লোগান কে সামনে রেখে ২০১৩ থেকে সংগঠনটির প্রথযাএা " অসহয় অবহেলিত সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী সেবা সহ বয়স্কদের ইসলামিক শিক্ষার ব্যাবস্থা করেন সংগঠনটি এবং প্রতি বছর ভিবিন্ন উৎসবে বস্রভিতরন করেন তারি ধারাবাহিকতায় পবিএ ঈদুল ফিতর উপলক্ষে অসহায় অবহেলিত সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী দের মাঝে ঈদ উপহার বিতরেন করেন সংগঠনের চেয়ারম্যান "দাউদ ইব্রাহীম সোহেল খান"।
বিএমএফ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান " দাউদ ইব্রাহীম সোহেল খান "জানান আমরা অসহায় অবহেললিত সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী সেবায় আছি এবং ইনশাল্লাহ থাকবো
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দৌলতখাঁন উপজেলার আহব্বায়ক রুহুল আমিন, ভোলা সদর আহব্বায়ক রিপন ফরায়েজী, ইলিশা ইউনিয়ানে অহব্বায়ক কারী মোঃ আবুসুফিান , ধনিয়া ইউনিয়ান আল আমিন সহ ভিবিন্ন সম্মানিয় ব্যাক্তি বর্গ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment