আটোয়ারীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন শীর্ষক কর্মশালা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 June 2019

আটোয়ারীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন শীর্ষক কর্মশালা। একুশে মিডিয়া


নিতিশ চন্দ্র বর্মন নিরব,  পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও)’র সহযোগিতায় “ গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ” শীর্ষক কর্মশালা ২৩ জুন রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শণ সহ উপস্থাপকের ভুমিকা পালন করেন গ্রাম আদালতের জেলা কো-অর্ডিনেটর রাজিউর রহমান রাজু।
কর্মশালার বিষয়ের উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নুরশেদা আক্তার, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবীব আল আজাদ প্রমুখ।
কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মী , সরকারি দপ্তরের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages