বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর উপর হামলা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 June 2019

বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর উপর হামলা। একুশে মিডিয়া


সবুজ,সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর উপরে হামলার ঘটনা ঘটেছে। ঐ ঘটনায় খোকন সেন (৩৮) নামে ১জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকাস্থ শেরনগর গ্রামে হাজী সিরাজুল ইসলামের সাথে ফার্নিচার দোকানদার খোকন কুমার সেনের বাকবিতর্কের ঘটনা ঘটে। পরবর্তীতে সিরাজুল ইসলামের সহযোগীরা এসে খোকন কুমার সেনকে আঘাত করে।
এতে খোকন কুমার সেন মারাত্তক ভাবে আহত হয়। পরে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত খোকন কুমার সেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি পৌর শাখার আহব্বায়ক ও পৌর এলাকার গাড়ামাসী গ্রামের মৃত অশ্বিনী সেনের ছেলে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি শাখার আহব্বায়ক বৌদ্ধনাথ ও যুগ্ন-অহব্বায়ক আনন্দ কুমার সংখ্যালঘুর উপর হামলার প্রতিবাদ জানিয়ে ববলেন, আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages