একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
র্যাব-৬ এর অভিানে ৫২৬ বোতল ফেন্সিডিল ও ১ টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
২৭ জুন ২০১৯ তারিখ আনুমানিক ৫.০০ ঘটিকার সময় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল নিয়মিত টহল করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ আমির এ্যান্ড শহিদুল ভলকানাইজিং এর দোকানের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর ০১টি মালবাহী ট্রাকের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ফেন্সিডিলসহ ঢাকা গমনের উদ্দেশ্যে অবস্থান করছে (রেজি নং- যশোর ট-১১-১২০৬)।
পরবর্তীতে উক্ত সংবাদের ভিত্তিতে ২৭ জুন ২০১৯ ইং তারিখ ০৬.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ আমির এ্যান্ড শহিদুল ভলকানাইজিং এর দোকানের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-নবী চৌধুরী, সাং-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা এবং মোঃ ফয়সাল মন্ডল (১৯), পিতা-রিয়াজুল ইসলাম, সাং-মানিকদিহী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে ৫২৬ বোতল ফেন্সিডিল, ০১টি ট্রাক, ০২ টি মোবাইল, ০২ টি সীম কার্ড, মাদক বিক্রি নগদ ৩,৪২০ টাকা উদ্ধার করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment