শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহের ফুলপুরে খড়িয়া নদী থেকে শনিবার দুপুরে কাজল (২৪) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতা শফিকুল ইসলামের দাবী তার ছেলেকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয় হত্যাকারীরা। নিহতের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এলাকাবাসী।
নিহতের নাম কাজল মিয়া (২৪)। সে ফুলপুর পৌর এলাকার দিউ বেপাড়ী পাড়ার শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, মাছ ব্যবসায়ী কাজল (২৪) শুক্রবার রাত ৯ টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়। এর পর থেকেই সে নিখোজঁ। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুর ১ টার দিকে স্থানীয় লোকজন বাড়ি সংলগ্ন খড়িয়া নদীতে তার লাশ ভাসতে দেখে। মরদেহের সাথে ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজলের মরদেহ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে এলাকাবাসী জানান। শুক্রবার রাতে যে কোন সময় কে বা কাহারা কাজলকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে রেখেছে বলে স্থানীয়দের ধারনা।
কাজলের নববিবাহিত স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা বলে তার ভাই আবু হেঞ্জাল জানায় ।
নিহত কাজলের পিতা শফিকুল ইসলাম ও মা আমেনা কেদেঁ কেদেঁ বলেন, রাত ৯ টার দিকে দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এর পর আর ফিরে আসেনি। তাকে রাতে অনেক খোজাখুজি করা হয়েছে। তার সাথে ১০/১২ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন ছিল। আমাদের ছেলেকে যারা মেরেছে আমরা তাদের বিচার চাই।
ফুলপুর থানার উপপরিদর্শক সুমন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment