একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঁশখালীর বিভিন্ন কেন্দ্রে জাতীয় ভিটামিন-এ-প্লাস ক্যাম্পেইন সম্পন্ন। গতকাল শনিবার (২২ জুন) শীলকূপ বড়ুয়া পাড়া কমিউনিটি ক্লিনিকের দিন ব্যাপী এ ক্যামেপইনের উদ্ভোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
তে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প্রকল্প কর্মকর্তা ডাঃ কামরুল আজাদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার, সি.এইচ.সি.পি রেশমা বড়–য়া প্রমুখ।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলায় ৬০ জন সুপারভাইজার ও ৭২২ জন স্বেচ্ছাসেবক ৩৬১ টি কেন্দ্রের মাধ্যমে ৭২৭৭৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এতে ৭৮৭৫ জন ৬ থেকে ১১ মাসের শিশু, ৬৪৮৭০ জন ১২ থেকে ৫৯ মাসের শিশু ও ৩০ জন প্রতিবন্ধীকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৩৬১ কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও সুপারভাইজার ছাড়াও স্বাস্থ্য সহকারী, সি.এইচ.সি.পি, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিজ নিজ ওয়ার্ডে দায়িত্ব পালন করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প্রকল্প কর্মকর্তা ডাঃ কামরুল আজাদ বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ন্যায় প্রতিবারের ন্যায় যথাযথভাবে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ ব্যাপারে নিজ নিজ দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment