একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ:>>>
গাইবান্ধা সদর উপজেলার গিদারী কাউন্সিল বাজারের পাশের এলাকায় খুরশিদ ও মোকবুল মৌলভীর পরিবারে জমি-জমা নিয়ে পারিবারিক কলহের জের ধরে তাদের ছোট ভাই ভুট্টুর স্ত্রীর সাথে ১৫ জুন সকালে ঝগড়া-বিবাদ হয় ও লোকমুখে জানা যায় বাড়িতে নির্যাতনের শিকার হয় এ পরিবারটি ।
এঘটনায় বিকেল থেকে রাত ৯ টা অবধি দু'দফা পুলিশের উপ-পরিদর্শক ও ওসি ঘটনাস্থলে আসলেও সারারাত এই মহিলা নিখোঁজ ছিলেন। পরে গভীর রাতে এই ঘটনার জের ধরে সদর থানা পুলিশ এসে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ভুট্টুর অভাব-অনটনের সংসারে ৪ মাসের ও ৫ বছরের ২ জন সন্তান রয়েছে। নিযাতিতার স্বামী ভুট্টু রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে।
আজ ১৬ জুন রবিবার ভোরবেলা স্থানীয় লোকজন, নির্যাতনের শিকার ভুট্টুর স্ত্রীকে হাতবাঁধা, অচেতন ও মুমূর্ষু অবস্থায় দক্ষিণ গিদারীর বিলের মাঝে দেখতে পায়। এই খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার লোকজন তাকে দেখার জন্য ভির করে। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক
সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এলাকাবাসীর দাবি, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবী জানান।
একুশে মিডিয়া/এমএএ
No comments:
Post a Comment