একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রোপ্তার।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানাধীন কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় এএসআই মোঃ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর মামলার ৮৩/১৫ নং ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, বাঁশখালী কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পালেগ্রাম এলাকার মৃত আজিজ আহম্মদের ছেলে দেলোয়ার।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে বলেন, বাঁশখালী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানার মামলা নং-৩১(০৩)১৫, জিআর-৮৩/১৫ এর ০২(দুই) বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী দেলোয়ার, পিতা-মৃত আজিজ আহম্মদ, সাং-পালেগ্রাম ৪নং ওয়ার্ড, থানা-বাঁশখালী জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আতালতে সোপর্দ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment