শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি সেবামূলক সংগঠন ‘চলো স্বপ্ন দেখি’ আয়োজনে আজ শনিবার (১জুন) সকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি তানভীর আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. কে.এম এহছান, এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন ও পৌর কাউন্সিলর বাবুল হাসান।
অনুষ্ঠানে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নূরুজ্জামান, গফরগাঁও উলামা সমিতির নেতা ইউসুফ বিন মনির, স্বপ্ন দেখি সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাহার হোসেন রিফাত, অর্থ সম্পাদক রাকিবুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬০ জন অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে এসব ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment