রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার আগ মুহূর্তে দুই প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্স গেট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খুলনা জেলার দিঘলিয়া সেনহাটি এলাকার আব্দুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার আব্দুল করিমুল্লার ছেলে কবির হোসেন (৩৮)।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলায় আজ পুলিশ কনস্টেবল নিয়োগে শারীরিক পরীক্ষা চলছিল। এসময় কয়েকজন প্রতারক চাকরিপ্রত্যাশীদের চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থের প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশ লাইন্সের সামনে থেকে মনিরুল ইসলাম ও কবির হোসেনকে আটক করে। পরে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
তবে কী পরিমাণ টাকা দাবি করেছিল প্রতারক চক্র তা জানাতে পারেনি পুলিশ।
একুশে মিডিয়া/এসএমএ
No comments:
Post a Comment