তানোরে আম কেনা-বেচাকে কেন্দ্র করে ছুুরির আঘাতে যুবক খুন আটক ৩। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 June 2019

তানোরে আম কেনা-বেচাকে কেন্দ্র করে ছুুরির আঘাতে যুবক খুন আটক ৩। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহী তানোরে আম কেনা-বেচাকে কেন্দ্র করে ১ যুবককে ছুুরির আঘাতে খুনের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার ২৬শে জুন ২০১৯ ইং বিকেল পৌনে ৬টার দিকে রাজশাহীর তানোর সদরের গোল্লাপাড়া বাজারে পুজা মন্ডবের সামনে এই লোমহর্ষ হƒদয় বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সামান্য আম কেনা-বেচাকে কেন্দ্র করে বিক্রেতা মোঃ সুজন আলী ও ক্রেতা মোঃ রাকিবুল হাসানের মধ্য বাকবিতন্ডা হয় এর প্রেক্ষিতেই পরবর্তী পর্যায়ে সুজন আলীর বুকের বাম পাশে হƒৎপিন্ড বরাবর চাকু দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে রাকিবুল হাসান। সে সময় রক্তাক্ত যখম আধামারা হয়ে পড়লে সুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দুরুত্ব তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি জানাজানি হলে গোল্লাপাড়া বাজারে উত্তেজিত ব্যাপক জনতা দলবদ্ধ হয়ে ঘাতক রাকিবুলের বাবা ও বড় ভাইকে আটকিয়ে রাখেন স্থানীয় জনতা । তানোর থানা পুলিশ খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন, এই ঘটনায় মৃত: সুজনের পরিবারসহ অত্র তানোর পৌর সদর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে, যে কোন সময় এই ঘটনাকে কেন্দ্র করে অপৃতীকর ঘটনা ঘটতে পারে তাই এলাকার শান্তি বজায় রাখার লক্ষে বিভিন্ন পয়ান্টে গোপনে ও প্রকাশ্যে পুলিশ মোতায়েন করেছেন তানোর থানা প্রশাসন। এমনটি জানিয়েছেন তানোর থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান।
আরো জানা যায় মৃত: সুজন আলী (৩২) তনোর পৌরসভা এলাকাধীন আকচা গ্রামের মোঃ সাজ্জাদ ওরফে সাজনের ছেলে। সে রাজনৈতিক ভাবে বর্তমানে তানোর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আটককৃত তারা হলেন একই পরিবারের: ১। ঘাতক মোঃ রাকিবুল হাসান (২০) ও তার বড় ভাই ২। মোঃ রায়হান হোসেন (২২), উভয় পিতা- মোঃ আলমগীর হোসেন। এবং তার পিতা ৩। মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা- মৃত: নুরুল ইসলাম, উভয় সাং- মোহর (বলি হাজীর পাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহী।
প্রত্যক্ষদোর্শী হিসেবে পার্শ্ববর্তী দোকানদার মোঃ জাবেদ কাটারি বলেন, মৃত: সুজন এসেছিলেন রাকিবুলের কাছে আম বিক্রি করার জন্য, তাদের মধ্যে পূর্ব থেকেই আমের দর-দাম ঠিক করা ছিল। সুজন যখন আম নিয়ে আসে তখন রাকিবুল দোকানে ছিল না, অনেকবার ফোন দিয়েও তিনি রিসিভ করেনি।
এই দিকে আকাশে প্রচন্ড মেঘ আর রাকিবুলকে না পেয়ে সুজন আমগুলো আমার কাছে ৫০টাকা কম দরে বিক্রি করেন। পরে রাকিবুল আসলে সুজনের সাথে বাকবিতন্ডা ও গালি-গালাজ হয়, পরে আমরা দোকানদাররা দু’জনকেই থামিয়ে দেয়। এর কিছুক্ষন পরে সুজন বাজারের ভেতর থেকে মোটরসাইকেল নিয়ে রাকিবুলের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অর্তকিতভাবে চলতি মোটরসাইকেলের উপরেই তাকে ফল কাটা ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে হƒদপিন্ড বরাবর আঘাত করে রাকিবুল ঘটনাস্থলেই সুজন গাড়ি থেকে মাটিতে পড়ে যায়। তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা বেগতীক দেখে আমরা ধরা-ধরি করে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং ঘাতক রাকিবুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক আমি খবর পাওয়া মাত্রই থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান সহ পুলিশ ফোর্স নিয়ে তৎক্ষনাত ঘটনাস্থল তানোর গোল্লাপাড়া বাজারে পৌছে যায়। গিয়ে উত্তেজিত জনতাদের দেখতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে স্বাভাবিক করি, ঘটনাস্থল থেকে বাজারের লোকজনদের আটককৃত ঘাতকের পিতা- মোঃ আলমগীর ও বড় ভাই রায়হানকে আমাদের পুলিশ হেফাজতে নেয়। বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেই সময় তদন্ত (ওসি) রাকিবুলের দায়িত্বে পুলিশ মোতায়েন রেখে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি সুজন মারা গেছে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর সদরের কুঠিপাড়া গ্রাম থেকে ঘাতক রাকিবুল হাসানকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, মৃত: সুজনের লাশটি বৃহস্পতিবার ২৭শে জুন ২০১৯ ইং সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে এবং গ্রেফতারকৃত আসমীদেরকেও আদালতে পাঠানো হয়েছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages