নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের সমন্বয়ে দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় ও পাঠ উন্নয়নের মূখ্য পরিচালক আবু এহিয়া’র সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, বিএডিসির সহকারী পরিচালক মোঃ আঃ হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করেন। এ সময় উপজেলার ৬ ইউনিয়নের ২৫ জন করে মোট ১৫০ জন পাট চাষীদের প্রশিক্ষন দেয়া হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment