একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
বাঁশখালীতে সর্পদংশনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প্রকল্প কর্মকর্তা কামরুল আযাদের সভাপতিত্বে ও ডাঃ তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন আজিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর অনিরুল ঘোষ, প্রফেসর এম.এ সত্তার, ডাঃ আবদুল্লাহ আবু সায়েদ, ডাঃ মাহমুদুল হাসান আরিফ, আল বশিউল ইসলাম, ডাঃ আব্দুল মোমেন।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ এম.এ ফয়েজ সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। তিনি বলেন, বাংলাদেশ প্রায় ৮০ প্রজাতির সাপ রয়েছে। যার মধ্যে ৬ ধরণের সাপ বিষধর। বিষধর সাপগুলো ব্যেপরোয়া চলাচলের ফলে মানুষকে দংশন করে।
সর্পদংশন একটি অপ্রত্যাশিত দূর্ঘটনা ও একটি জরুরী স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের গ্রামগুলোতে সর্পদংশন প্রায় ঘটে থাকে। সাপে গ্রামে কামড়ালেও জরুরী চিকিৎসার জন্য আর শহরে নিয়ে যেতে হবে না।
সর্পদংশনের চিকিৎসা হিসাবে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী উপজেলাকে আমরা চিহ্নিত করেছি।
বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব প্রধান অতিথির বক্তবে বলেন, আমার মনে হয় সর্পদংশনের উপর চট্টগ্রামে এটাই প্রথম সেমিনার। তিনি এই চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতি অনুরোধ জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment