এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের একটি মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন—পুলিশের সহকারী উপ-পরিদর্শক গোলাম ফারুক (৩৫), কনস্টেবল লাবনী (২০), ইসমাইল হোসেন (২৭), মো. তরিকুল, মোস্তাকিম, রিপন ও নায়েক সহিদুল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান,(১২ই জুন) বুধবার রাজশাহী জেলা পুলিশ চট্টগ্রামে আসামি জমা দিয়ে একটি মাইক্রোবাসে ফিরছিলেন।
চান্দিনার হাঁড়িখোলা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এতে সাত পুলিশ সদস্য আহত হন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment