আটোয়ারীতে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 June 2019

আটোয়ারীতে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত। একুশে মিডিয়া


নিতিশ চন্দ্র বর্মন নিরব,  পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক আইনশৃংখলা ও চোরাচালন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন ২০১৯খ্রিঃ আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধূরী রকি প্রমুখ সার্বিক আইনশৃংখলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
এসময় দুই ইউপি চেয়ারম্যান ও বিজিবি প্রতিনিধি সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউ,এন,ও বলেন, আটোয়ারী  উপজেলায় হলুদ সাংবাদিকদের দৌরাত্ব আগের চেয়ে অনেকটা কমেছে বলে প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন আরো অপসাংবাদিকদের নামের তালিকা চান যাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা  যায়।
সেই সাথে পিতা মাতার দেখভাল সহ স্বামী নির্যাতনের বিষয়ে নতুন যে আইন হয়েছে তার সর্ম্পকে ধারনা প্রদান করেন এবং সকলকে এই আইন সর্ম্পকে জানাতে বলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages